হ্যান্ডরাইটিং, ক্যালিগ্রাফি, লেটারিং, টাইপোগ্রাফি ও টাইপফেইস ডিজাইন
"হ্যান্ডরাইটিং", "ক্যালিগ্রাফি", "লেটারিং", "টাইপোগ্রাফি" ও "টাইপফেইস ডিজাইন " আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বহুল প্রচলিত কিছু শব্দ, কিন্তু এদের প্রকৃত অর্থ নিয়ে সবার মধ্যে বেশ দ্বিধা এবং মতবিরোধ আছে। এদের অনেকের অর্থই আজকাল প্রকৃত অর্থ থেকে সরে গিয়ে মানুষের মুখের প্রচলিত ভাষায় অন্যরকম অর্থ নিয়ে আবির্ভূত হচ্ছে। প্রথমের বলতে চাই ক্যালিগ্রাফি ও লেটারিং এর অর্থ এবং এদের মধ্যে পার্থক্য নিয়ে, আর যে সকল হাতের লেখা ক্যালিগ্রাফি বা লেটারিং(হ্যান্ডলেটারিং) এর মধ্যে পড়েনা তাকেই আমরা হ্যান্ডরাইটিং বলবো। ক্যালিগ্রাফিঃ ক্যালিগ্রাফির প্রকৃত সংজ্ঞা নিয়ে মানুষের দ্বিধা এবং মতপার্থক্যের অন্যতম কারণ হলো গুগলে ক্যালিগ্রাফির সংজ্ঞা লিখে সার্চ করলে যে সংজ্ঞাসমূহ মানুষের চোখে পড়ে তা অনেকটা এমন যে "সুন্দর, সুসজ্জিত ও শৈল্পিক হাতের লেখাকেই ক্যালিগ্রাফি বলে" যা খুব সহজ ভাবেই মানুষকে দ্বিধাগ্রস্থ করছে। এখানে "সুন্দর, সুসজ্জিত ও শৈল্পিক" শব্দগুলো খুব Generalized ভাবে ব্যবহার করাতেই ক্যালিগ্রাফির মূল বৈশিষ্ট্যগুলো এই সংজ্ঞাসমূহে উঠে আসেনি,...