দেয়াল
এই বিষণ্ণ প্রাণহীন দুপুরবেলায়
যখন সুনসান নৈঃশব্দ্য গ্রাস করে
মহাকাল,
উষ্ণ, নীরস,
গম্ভীর রোদ শুষে সব প্রেম, হাসি,
প্রাণ,
একটা মাতাল আড়ষ্টতা আষ্টেপৃষ্ঠে
রাখে বেঁধে
এই প্রেমহীন কংক্রিটের খাঁচায়,
তখন আমি থাকি সেই ভীষণ একলা হলুদ
পাখিটার অপেক্ষায়,
সে আসুক, আমার জানালায় ঠুকরে দিক,
একটু প্রাণের স্পন্দন নৈঃশব্দ্য
ভাঙুক।
সে বলুক, ‘তোমার তো ভালোবাসা আছে,
সে ভালোবাসা একটা প্রমত্ত নদী,
নদীর মাঝে শুধু একটা বাঁধের দেয়াল,
দেয়ালের দুপাশে কষ্ট ভাসে, প্রেম ভাসে,
অনেকের তো প্রেমই নেই,
তোমার তো তাও আছে, না হয় ওই দেয়ালের ওপাশে’
আমি চাই ঢং ঢং শব্দে জোড়ে একটা
ঘণ্টা বাজুক,
সেই ঘুম ভাঙা শব্দে ভেঙে যাক এই
নিস্তব্ধতা,
ভালোবাসার এই প্রমত্ত নদীর মাঝে যে
দেয়াল
তা প্রবল ঢেউয়ের আঘাতে চুরমার হোক,
ভালোবাসার স্রোত, ঢেউ, সব হোক মিশে
একাকার।
প্রবল একটা ঝর আসুক,
সেই ঝরের উন্মত্ততায়, আমরা করি উল্লাস- এ দেয়াল ভাঙার।
Comments
Post a Comment